ফ্যাশান মানেই ব্যাক্তিগত স্টাইল ও স্টেটমেনট। আগেকার দিনে ফ্যাশন নিয়ে মানুষের ভাবনা ছিল অনেক সংকীর্ণ। এখন দিন বদলেছে, সেইসঙ্গে বদলেছে মানুষের চিন্তা-ভাবনাও। এর প্রভাব এসে পড়েছে আমাদের লাইফস্টাইলের ওপর। ফ্যাশন এখন আমাদের নিত্যসঙ্গী। কী পোশাক পরলে, কেমন সাজলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা লাগবে তা নিয়েই এখন ব্যস্ত ফ্যাশনসচেতরা।
স্টাইল এর আরেক নাম শীতের পোশাক। শীতের পোশাক মানেই এখন শুধু সোয়টার আর মাংকি টুপি নয়। যুগের সাথে তাল মিলিয়ে শীতের পোশাকে ও আসছে বৈচিত্র্যতা। নতুন আর পাশ্চাত্য ফ্যাশনের সংমিশ্রণে জমে উঠেছে শীতের পোশাকের বাজার। প্রতিবছরই কিছু নতুনত্ব আনা হয় শীতের পোশাকে।
মেয়েদের জন্য
প্রতি বছরই মেয়েদের পোশাকে কিছুটা পরিবর্তন আনা হয়। শীতের ফ্যাশনে গত কয়েক বছর ধরে মেয়েদের পছন্দর তালিকায় রয়েছে চুড়িদার পাজামার মতো জেগিংস আর জিন্স। শাল, জ্যাকেট এবং সোয়েটারের পাশাপাশি জিপারসহ হুডি জ্যাকেট, লং-জ্যাকেট, হাতকাটা হুডি সোয়েটার, হাইনেক-সোয়েটার, কালারফুল লং-সোয়েটার এবং বিভিন্ন রকম মাফলার আর স্কার্ফ। সাথে আরও থাকছে বিভিন্ন স্টাইলের এবং রঙের টুপি! বিশেষ করে গলাবন্ধ মাফলার ও স্কার্ফগুলো বেশ ফ্যাশন